Khoborerchokh logo

সদ্য নিয়োগ প্রাপ্ত সরকারি চাকরিজীবীরাও মুল বেতনের সমপরিমান উৎসব ভাতা পাবেন 87 0

Khoborerchokh logo

সদ্য নিয়োগ প্রাপ্ত সরকারি চাকরিজীবীরাও মুল বেতনের সমপরিমান উৎসব ভাতা পাবেন

:করোনার মধ্যেই ভাতা নিয়ে নতুন সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক চিঠিতে এ সুখবর জানায়। চিঠিতে জানায়, নবনিযুক্ত কর্মচারীদের উৎসব ভাতার প্রাপ্যতা বিষয়ে চিঠিতে সরকারি/আধা-সরকারি/রাষ্ট্রীয় মালিকানাধীন এবং স্ব-শাসিত প্রতিষ্ঠানগুলোকে নবনিযুক্ত কর্মচারীদের উৎসব ভাতার প্রাপ্যতার বিষয়ে বলা হয়েছে।একজন নবনিযুক্ত কর্মচারী যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে,সেই মাসে বা তার পূর্ববর্তী মাসে যত তারিখেই যোগদান করুক না কেন যোগদান করা পদের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন। উৎসব ভাতার চিঠি মন্ত্রিপরিষদ সচিব,প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব,মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক,সব সচিব,বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক,হিসাব মহা নিয়ন্ত্রক, মন্ত্রণালয়/বিভাগের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা,বিভাগীয়,জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com